Campaigns

নবদিগন্তের পক্ষ থেকে শীতার্ত মানুষদের জন্য উষ্ণ ভালোবাসা

আলহামদুলিল্লাহ♥

আল্লাহর অশেষ রহমত আর আপনাদের সকলের সহযোগিতায় শীতবস্ত্র বিতরন কার্যক্রম শুরু করতে সক্ষম হয়েছি। এই শীতে দরিদ্র ও অসহায় মানুষদের একটু উষ্ণতা দেয়ার জন্য আমাদের এই ক্ষুদ্র চেষ্টা।
আমাদের #নব_দিগন্ত (সামাজিক সংগঠন) এর সামর্থ্যানুযায়ী যাদের প্রয়োজন তাদেরকে কম্বল দেয়াই মুল উদ্দেশ্য।

আপনিও আপনার সামর্থ্যানুযায়ী শীতার্থ মানুষদের পাশে দাঁড়ান। আপনার সামর্থ্য যদি একজন মানুষকে সহযোগীতা করা সম্ভব হয়,তবে তা-ই করুন। যারাই এই মহৎ কাজে শরিক হয়েছেন সকলকে আল্লাহ কবুল করুন♥

Leave a Reply