Campaigns

হতদরিদ্র পরিবারের মাঝে নব-দিগন্তের ইফতার সামগ্রী বিতরণ

আলহামদুলিল্লাহ্।

পরিশেষে আল্লাহ্ তা’লার অশেষ রহমতে প্রতিবারের মতো এবারও আমরা (নব-দিগন্ত) আপনাদের সকলের সহযোগিতায় কয়েকটি হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছি (যা চলমান)।

যাদের অর্থনৈতিক অবস্থা শোচনীয়।ইফতার কেনার মতো সামর্থ্য নেই।আমরা আমাদের আশেপাশের এমন কিছু খেটে খাওয়া মানুষ, দিনমজুর, দরিদ্র পরিবারকে চিহ্নিত করে আপনাদের কাছ থেকে সংগ্রহ করা অর্থ দিয়ে তাদের মাঝে ইফতার সামগ্রী পৌঁছে দিয়েছি।দিনের আলোতে এসব গ্রহণ করতে অনেক পরিবারে অনীহা দেখা দিতে পারে।তাই রাতে দেয়া।

আমি মানুষের কাছ থেকে সহযোগিতা নিয়ে এই সব কাজ করে থাকি। তাই বিভিন্ন সময় আপলোড দিয়ে তা সকলকে অবগত করি।কারন আমি পরিস্কার থাকতে চাই। সততাই আমার মুলধন, সততাই আমার সম্পদ। আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমার সাথে সংযুক্ত থাকা সবার প্রতি।অফুরন্ত ভালোবাসা রইলো সকলের প্রতি সব সময়♥

Leave a Reply