Campaigns

ফেনীতে রক্তদানে উৎসাহিতকরণ কর্মসূচি

আজকে ফেনীর কেন্দ্রবিন্দু মহিপাল ওভার ব্রিজের নিচে ও ব্যস্ত এরিয়া খেঁজুর চত্বর আর দোয়েল চত্বরে #রক্তদানে মানুষকে আগ্রহী ও উৎসাহিত করণ কর্মসূচিতে আমাদের প্রিয় সংগঠন #নব_দিগন্ত।
এমন একটি সুন্দর প্রোগ্রামের জন্য উপস্থিত সকলকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি।জ্যাম বা কোন প্রকার ঝামেলা এড়াতে আমরা পাঁচ-ছয় জনে এটা করতে চেয়েছি,করেছি।কিন্তু অন্যসব দিন থেকে আজকের প্রোগ্রামটা সেরা ছিলো।অনেক তৃপ্তি পেলাম।
ইনশাল্লাহ্ এভাবে আরো অনেক কর্মসূচির মাধ্যমে আমরা মানুষকে সচেতন ও উৎসাহ করবো।ধন্যবাদ সবাইকে।আর যাদের নিইনি বলে অভিযোগ করছেন সবাইকে দুঃখিত।কোনপ্রকার প্রস্তুতি ছাড়াই এটা করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।এবং আমরা অল্প সময়টাতে যাদেরকে পেরেছি জানিয়েছি।
আবার একসাথে সবার সাথে দেখা হবে।একসাথে সুন্দরভাবে এমন অনেক প্রোগ্রাম সম্পন্ন করা বাকি আমাদের।

Leave a Reply