Campaigns

ফেনীর পাঁচগাছিয়া বাজারে নবদিগন্তের রক্তদানে উৎসাহিতকরণ কর্মসূচি

নবদিগন্তের উদ্যাগে (৩০-১০-২০২০) রোজ শুক্রবার  ফেনীর পাঁচগাছিয়া বাজারে রক্তদান কর্মসূচী যথাযথভাবে পালিত হয়েছে। আলহামদুলিল্লাহ্।
এই উদ্যোগের পেছনে মূল কারণ হচ্ছে- মানুষের প্রতি জনসচেতনতা সৃষ্টি ও মানুষকে রক্তদানের মতো এমন একটি মহৎ কাজের প্রতি উদ্বুদ্ধ করা ও সাদরে আহ্বান জানানো।

এই সমাজের আনাচেকানাচে মানুষের শিক্ষা, শান্তি, আত্মবিকাশ, সামাজিক উন্নয়ন এবং জনসচেতনতামূলক বিভিন্ন কর্মকান্ডে “নব দিগন্তের” মতো সামাজিক সংগঠনগুলোর অবদান অনস্বীকার্য ও অনন্য…

Leave a Reply